রি-ইউজেবল বেবি ডায়াপার এর বৈশিষ্ট্য হচ্ছে:
১/ বার বার ধুয়ে ব্যাবহার করা যায়।
২/ এটি আরামদায়ক।
৩/ পরিবেশ বান্ধব।
৪/ কোন ক্ষতিকর রাসায়নিক পদার্থ নেই।
৫/ এটি ক্রয় করলে ডিসপোজেবল ডায়াপারের তুলনায় কয়েক গুন কম খরচ হবে।
৬/ এটি বাচ্চাদের প্যান্টের বিকল্প হিসেবে ব্যাবহার করা যায়।
৭/ ইনসার্ট/প্যাড পরিবর্তন করে ব্যাবহার করা যায়।
৮/ বিভিন্ন রঙের হয়ে থাকে।
৯/ ১০০% ইমপোর্টেড প্রোডাক্ট। আরো অনেক সুবিধা …
বিঃদ্র: (বাচ্চার প্রস্রাবের পরিমাণে উপর এক বা দুটি প্যাড/ ইনসার্ট ব্যাবহার করা উত্তম)
ক্লথ ডায়পার ব্যাবহার বিধি:
১/ নতুন ক্লথ ডায়পার এবং প্যাড ব্যাবহারের পূর্বে কুসুম গরম পানি এবং সুগন্ধি ডিটারজেন্ট দিয়ে ১০ মিনিট ভিজিয়ে তারপর ধুয়ে নিতে হবে।
২/ ওয়াশিং মেশিন ব্যাবহার করা যাবে না, হাতে ধুতে হবে।
৩/ বর্জ্য গুলো আলাদা ভাবে পরিস্কার করে তারপর কুসুম গরম পানিতে ১০ মিনিট ভিজিয়ে রাখতে হবে।
৩/ ইস্ত্রি ব্যাবহার করা যাবে না।
৪/ ব্লিচিং পাউডার ব্যাবহার করা যাবে না।
৫/ ধোয়ার পর শুকানোর জন্য খোলা বাতাসে তারের মধ্যে ক্লিপ দিয়ে টানিয়ে রাখতে হবে।
৫/ বাচ্চা বয়স অনুযায়ী ডায়পারের বাটন গুলো এডজাস্ট করে নিতে হবে যে বেশী টাইট বা লুজ না হয়।
৬/ বাচ্চা মল/মুত্র ত্যাগ করলে ভেজা প্যাড পরিবর্তন করে শুকনো প্যাড ব্যাবহার করতে হবে।
৭/ বাচ্চার প্রস্রাব বেশী পরিমাণ হলে একাধিক ইন্সার্টার ব্যাবহার করতে হবে।
Shopping Cart